অদ্য ২৩/১১/২০২৫ খ্রিঃ জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে গাজীপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ তাদের মতামত,পরামর্শ ও সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন।
পুলিশ কমিশনার মহোদয় গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইন শৃঙ্খলা নিয়ে তাঁর উপলব্ধি এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে প্রধান লক্ষ্য স্থির করেন। এজন্য সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।
উক্ত সভায় জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।