গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাধারণ পুলিশ সদস্যদের স্বশরীরে খোঁজখবর নিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা|

gmp

আজ ১০ জুন ২০২৫ খ্রি:
আকস্মিক ভাবে জিএমপি'র গাছা থানা এবং কোনাবাড়ি থানা পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
পরিদর্শনকালে তিনি থানার ফোর্সদের খাবারের মেস এবং ব্যারাক ঘুরে দেখেন এবং তাদের জীবনযাত্রার মান, নিরাপত্তা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও একটি ব্রিফিং গ্রহণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ, পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।